সিটিজেন চার্টারঃ | ||
ক্রমিক নং | বিভাগীয় সেবা সমূহ | বিবরন |
১। | গবাদি প্রাণি ও পাখির চিকিৎসার সহায়তা প্রদানঃ
| প্রাণিসম্পদ দপ্তর ও প্রাণি চিকিৎসালয়ে আগত গবাদি প্রাণি ও হাঁস-মুরগীর রোগ নির্ণয় ও বিনা মূল্যে চিকিৎসা প্রদান করা। |
২। | গবাদি প্রাণি এবং হাঁস-মুরগীর রোগ প্রতিরোধ ব্যবস্থাঃ | ক) ভ্যাকসিনেশন ক্যাম্পেইন এর মাধ্যমে টিকা প্রদান কার্যক্রম। খ) স্বেচ্ছাসেবক এবং প্রশিক্ষণপ্রাপ্ত বেকার যুবক ও যুব মহিলাদের মাধ্যমে গ্রাম পর্যায়ে টিকা প্রদান ও পরিদর্শন করা।
|
৩। | জাত উন্নয়নে কৃত্রিম প্রজনন কার্যক্রমঃ | ক) সিমেন সংগ্রহ, সংরক্ষন এবং প্রয়োগ। খ) গর্ভ ধারণ পরীক্ষা করা ও প্রজেনী তথ্য সংগ্রহ করা। |
৪। | সম্প্রসারন কার্যক্রমঃ | ক) গবাদি প্রাণি ও হাঁস-মুরগীর খামার স্থাপন, পর্যবেক্ষন, পরিচালনা এবং প্রযুক্তি ও চিকিৎসা সেবা প্রদান। খ) উন্নত জাতের ঘাস চাষ, নিয়মিত পরিদর্শন ও প্রযুক্তি হস্তান্তর। গ) সরকারী এবং বে-সরকারী ভাবে গবাদি প্রাণি এবং হাঁস-মুরগী পালনকারীদের প্রশিক্ষন প্রদান। |
৫। | প্রাণিসম্পদ উন্নয়ন কার্যক্রমে আত্মকর্মসংস্থানের মাধ্যমে দারিদ্র দুরীকরণ কর্মসূচী। |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS